যেই কথাটি বলবে বলে ঠোঁট কাঁপালে
সমস্তটা সেদিন থেকে জানি।
মানি, তুমি নিন্দুক নও,
সিন্দুকে আজ হাজার মাণিক
তবুও আমার জন্য খানিক মন রেখেছো
চোখের ভেতর চোখ এঁকেছো
আঁচল কোনায় গিঁঠ বেঁধেছো পুজোর ফুলে
আলগা করে ফেলব বলে যেই খুলতে গেছি
চোখ পাকিয়ে নাক টিপেছো আঙুল তুলে।
আজকে আবার ঠোঁট কাঁপালে বলবে বলে
জানা কথাই শোনার ছলে কাছে বসি
যেন এবার শাস্তি পেতে ঘাড় নামিয়ে বসবে দোষী!
সমস্তটা জানাই ছিলো
ঝড়ের গতি,সম্ভাবনা,
শিকড়সমেত উপরে ফেলার দখলদারি
নিঃস্ব হয়ে তাকিয়ে থাকি।
কেউ নই তো,কি আর পারি!
তোমার ঘরে,তোমার ঝড়ে,
তোমার অসুখ নামক জ্বরে
জাগিয়ে তুলি বিষাদখনি
এলোমেলো সহজ মলিন একজীবনে সুখ এলোনা
সাতটি দিনের আটটি প্রহর প্রলয় তুলে নাচছে শনি।