শ্রাবণ আসে  শ্রাবণ যায়
আঁধি নামে, বাদল ঘণায়।
কোথায় যেন তফাৎ পাই
কথা দেওয়া  যায় বৃথাই
স্মৃতি শুধুই আবেশমাখা
বৃষ্টি ভেজা উড়াল পাখা
বৌ কথা কও,উড়তে চাস?
কোথাও যেন কষ্ট পাস!
তোকে ছাড়া শাওন বৃথা
পথ চাওয়া পথ অরক্ষিতা
পরজন্ম নাইরে অবুঝ
জীবনদাবী সবটা সবুজ
সূর্য ভোরে অস্তগামী
বোবা কথা কইছি আমি
তোকেই খুঁজি পাগলপারা
চিতার আগুন দেবেই সাড়া
শ্রাবণ বিনা বছরগুলো
কালবদলে মুখ লুকালো
পারলে আসিস যুক্তি ভেঙে
শ্রাবণ দেবো,বর্ষা মেঘে।