হারাও যদি আমায় জানিয়ে যেও
সেদিন কিন্তু না জড়ালে প্রিয়
শোক সাজিয়ে পিছলে যেতো সেও।


খুবই কঠিন জলের দিকে হাঁটা
খুব চেনা সেই মেঘলা মেঠো পথে
জুজুবুড়ি ছিটিয়ে রাখে কাঁটা।


শর্তবিহীন কেই বা জীবন দিলো
ঘেরাটোপের মিছেকথার ভিড়ে
আলতামিরার ষাঁড়ের গুঁতোও ছিলো।


তবুও দ্যাখো শব্দ কলম ঘেমে
বাক্য গড়ে প্রলাপ লেখে খাতায়
জ্বর অসুখের স্তবের দারুণ প্রেমে।