একার মাঝে অনেক আমি
জানলা খুলে ডাকছি তাকে
একটু যদি দখিন হাওয়া
আলসেখানি জড়িয়ে থাকে।
বুঝতে পারি কাঁকড়,নুড়ি
হাঁটার পথে ছড়িয়ে আছে
তবুও দু'চোখ ফুলের আশায়
তাকিয়ে থাকে শিউলি গাছে।
ছেলেমানুষীর বয়স বেড়ে
এখন বুঝি সপ্তমে তা'
হঠাৎ খুশি রঙিন আবীর
মাখিয়ে দিলো এই সুজাতা।
আঁজলা ভরে তাই নিয়ে যাই
মুক্তোদানার কম কিসে ও?
আ্যাই সুজাতা শুনতে পেলে
তুমি আমার কার্তিকেয়।