তুই বেশতো দিব্যি আছিস
ঠিক যেমন নদী
সুখের কোলে আঁচল খুলে
হাতটি বাড়াস যদি --
আমি তবে রঙিন কাঁচে
আঁকতে পারি ঘর
তোর একটা বাতাসি মুখ
সোনার বালুর চর।
ওরে দীঘল চোখের নারী
গুমরে ওঠা জানলা ধরে
তোর জন্য শিক বাড়িয়ে
চাঁদ আনতে পারি।
তোরই থেকে শুরু
তোর ওই জোড়া ভুরু
ভাসিয়ে দিতে চাইছে আমায়
আষাঢ় যেমন প্লাবন নামায়
আতঙ্ক হয়,আতঙ্ক হয়
পশ্চিমে যাই,উত্তরে যাই
তুই লিখি আর বিকেল গড়াই।
তুই বেশতো দিব্যি আছিস
ঘাম রুমালের গল্পগাছায়
দোহাই তোকে এবার তো ছাড়
হারাতে দে তোর বেপাড়ায়।