প্রতিটি মানুষ বড়ো একা নিজেদের চিবুকের কাছে
তোমায় বেঁধেছি তাই চিবুকের কালো তিল গাছে।
দমকা বাতাসে,হড়কাতে যদি চাও একবার
বাঁধন শক্ত হয়ে,বেড়ে যাবে হৃদয়ে পাষাণের ভার।
তোমাকে বেঁধেছি যুবতী বয়সে আঁকা কাজলের টিপে
সেই টিপ লাল হয়ে স্হান খুঁজে পেলো সিঁথির অন্তরীপে
লাল ক্রমে টুকটুকে হতে হতে মিশে গেছে রক্তধারায়
চাইলে কাটতে পারো জিভে থাকা ধারালো ফলায়।
নাকের পাটায় বেঁধে ফেলেছি তোমায় নাকফুলে
রাগে, অভিমানে তির তির কাঁপুনিতে উঠছো দুলে
শ্বাসাঘাত ক্রমাগত তোমাকেই যায় ছুঁয়ে ছুঁয়ে
কোথায় পালাবে তুমি এতোসব ভালোবাসা ধুয়ে?
যেদিন প্রথম দাবী করেছিলে প্রেম, চুমুও সাক্ষী ছিলো
ওষ্ঠ ও অধরেই সেইক্ষণে যমগিঁঠ বেঁধে নিলো।
জোৎস্নারা সেই থেকে আজও ফিসফিস করে
চিবুকের কাছটায় তিলগাছে বাঁধা আছে এক ভবঘুরে।