কোথায় যে ভেরি বাজে গহন অরণ্য মাঝে,
এখনি আসবে অন্ধকার নেমে এই সাঁঝে।
বুঝতে পেরেছি ওই যে যাচ্ছে দেখা শিকারির দল,
"ওরা কোথায় যাচ্ছে বল না দিদি? বল?"
আজ ওরা চলেছে উন্মত্তের মতো ছুটে,
গহন অরণ্যের মাঝে সকল বাধা টুটে।
কতদিন ছিল ওরা চেয়ে আহারের পানে,
আজ তাই এসেছে ওরা শিকারের সন্ধানে।
ওদের মধ্যে যাচ্ছে দেখা শিকার প্রাপ্তির লক্ষণ,
ওই যে ওটাকে ওরা এখনি করবে ভক্ষণ।
তার পর ক্লান্তি আসবে ধেয়ে,
শরীর অবসন্নতায় যাবে ছেয়ে।
তার পর ওইখানে বিশ্রাম নেবে,
আবার পূর্ণদ্যমে কাজে যোগ দেবে।
ঘর নেই বাড়ি নেই নেই পিছুটান,
সম্বল কেবল তীক্ষ্ণ চক্ষু আর সুতীব্র কান।
মুক্তি স্বাদে বিভোর ওরা চায় না সম্পত্তি-বন্ধন,
পোড়া খাদ্যে করে উদরপূর্তী জানে না তো রন্ধন।
শিকার -খাওয়া -বিশ্রামের - ই চলে পূণরাবৃত্তি,
সহজ সরল জীবনখানায় নেই কো আপত্তি।
অনাড়ম্বর জীবন নিয়ে থাকে সভ্যতা থেকে দূরে,
বনেই তাদের আশ্রয় আর জীবন কাটে ঘুরে-ঘুরে।