স্নেহের আড়ালে          মুখটি বাড়ালে
         ফোঁঁটে যার মুখে হাঁসি,
হৃদয় আবেগে             ছুটিয়া সবেগে
           জড়ায়ে ধরে আসি,
তিনিই আমার মা       আমি তাকেই ভালবাসি।
যখন হাজার রোষে      হাজার দোষে
            ঘৃণে সকল লোকে,
তখন করুন বক্ষে         স্নিগ্ধ চক্ষে
          চাহেন কিসের ঝোকে,
তিনিই আমার মা      আমি তাকেই ভালোবাসি।
না খেয়ে খাওয়ায়       ছেলের ক্ষুধায়
            ছেলেই মায়ের মান,
থাকলে ছেলে             মায়ের কোলে
             জুড়ায় মায়ের প্রাণ,
তিনিই আমার মা       আমি তাকেই ভালবাসি।
হাজার বিপদে           হাজার আপদে
             ভরসা দেয় যে মুখ,
ছেলের সুখেই              নিজের সুখ
              মমতার প্রতিরূপ,
তিনিই আমার মা        আমি তাকেই ভালবাসি।
দুঃখ সহেন কষ্ট সহেন     তবুও ভালবাসেন
             এই যে মায়ের মন,
বকেন যদিও               মানেন তবুও
               ছেলেই সেরা ধন,
তিনিই আমার মা         আমি তাকেই ভালবাসি।