কিছু অভিমান জমে থাকে,
জামার নীচে,বুকের বাঁ পাশে I
তাকে দেখা প্রায় অসম্ভব !
প্রেমিকার আঠালো লাল
টিপ এর সাথে --
সম্পর্ক বিরহিত,এক,
জমাট অবয়বহীন অভিমান I
তপ্ত দুপুর,শান্ত গোধূলি,রাতের বিছানা
আমার সবকিছুতেই সে ভাগ বসায় I
বার বার মনে করিয়ে দেয়
আমি তো কেউ না,
আমি শুধুই আছি I
আমার পরিচয়,
অভিমান এর মতোই অদৃশ্য I
অজান্তে সে পা বাড়াবে বিলুপ্তির পথে I
তবু আমি আছি,
আমি শুধুই আছি I
এ অভিমান স্বপ্নের হত্যাকারী নয়,
আমার স্বপ্নেরা
অভিমানকে আঁকড়ে ধরেই
বাঁচতে শিখেছে I
আমার স্বপ্নেরা আমায় দিয়েছে
ভবঘুরে জীবনের ঠিকানা I
সেখানে পরিচয়ের ঝঞ্ঝাটে
ঝাঁজরা হতে দেখি নি
কোনো ভবঘুরে যুবকের
জীবন সংগ্রাম I
আমার স্বপ্নেরা আছে,
তাই আমিও আছি I
না থাক আমার পরিচয়
আমি আছি,
আমি শুধুই আছি I