মাঝরাতে নেশা হলো I
মাতাল ইচ্ছে গুলো
তোলপাড় করে মন,
মন পা বাড়লো
ভিতর বাড়ির দিকে,
ভিতর বাড়ির জানালায় তখন
নিশুতি রাতের কালো I
কতকাল সেখানে ,
জ্বলে নি কোনো আলো I
মাঝরাতে নেশা জমে I
মনে পরে অনেক কথা,
কথা ছিলো,
ভিতর বাড়ির উঠোনে
একটা পাতাবাহার
গাছ লাগাবো I
ভুলেই গেছি I
মনে পরে,
কতো সখ করে,
আমার ভিতরের ঘরে
একটা গোলাপ চারা রেখেছিলাম I
অযত্নে তা শুকিয়ে গেলো I
আমার ভিতর বাড়ির
ছাদ আর মেঝে জুড়ে
ছুঁচোর দৌরাত্ম্য  I
এদের মাঝেই
না জানি কোন সময়ের অপেক্ষায়,
দুলতে থাকে,
আমার ভিতর বাড়ির                   দেয়াল ঘড়ির পেন্ডুলাম I
ভিতর বাড়ির অচিন মহলের
খোঁজে যাই নি এখনও I
আগে সেখানে
অবাধ আনাগোনা ছিলো আমার I
এখন ভয় হয়,ভীষণ ভয় হয় I
যদি নেশার ঘোর কেটে যায়
জেগে দেখি,
আমি আটকে আছি,
আমারই তৈরী অন্ধকারে
আর অচিন মহলের সিংহদ্বার তখনও
আমার তৈরী
নিশ্ছিদ্র অন্ধকারের
শত যোজন ওপারে I
©️ Trideep Das