লাশ কাটা ঘরে পড়ে আছে
কবিতার লাশ I
এভাবে কত শত কবিতার খুন
গড়ে তোলে
সভ্যতার নৃশংস ইতিহাস I
কফিনে বন্দী কবিতা যখন
কবরে চাপা পরে,
সভ্যতার ধ্বজাধারীর হাতের ফুল তখন
কবিতার কবরে ভীড় করে I
কবিতারা রোজ মরে I
আবার জন্ম ও নেয়,
তবে আর কোন নরম
বিছানায় নয়,
এবার কবিতার জন্ম হয়
লাশ কাটা অন্ধকার ঘরে I
কবিতাকে দেখতে অন্ধকারে উঁকি মারে
শুক্লা প্রতিপদ এর চাঁদ I
সভ্যতা সামাজিকতার টুটি চেঁপে ধরে
কবিতার এই জন্মই হয়ে উঠে প্রতিবাদ I