অনেকটা নিজের অজান্তেই,
মেঘে ঢাকা চাঁদের আলো
আড়াল থেকে প্রকাশ্যে আসে I
পৃথিবীর বুক জুড়ে ছড়িয়ে দেয়
মায়াময় মুগ্ধতা I
সে ভাবেই প্রেম আসবে
নিজের অজান্তেই I
আমার বুকের ধুক পুক শব্দে
তাঁকে যাতে থমকে যেতে না হয়
তাই তাঁর জন্য
আমার এই রুদ্ধশ্বাস প্রতীক্ষা I
তাঁর পা এর নীচে পেতে দেব
সবুজ ঘাসের গালিচা I
নীল ঝর্ণার জল দূর করবে
তাঁর ক্লান্তি I
আমি তাঁকে আটকে রাখব না
দূর থেকে চেয়ে দেখব
তাঁর যাত্রা পথ I
আমার ভয় নেই হারাবার
সেই একি পথ চেয়ে  থাকব
যদি জন্ম হয় আবার I