আমি কান পেতে শুনি
নিঃশব্দের নিঃশ্বাস I
আমি দেখি
নিঃশব্দের সামিয়ানায়
শব্দের অবাধ বিচরণ I
ঠিক যেন শব্দের কাটাকুটি ছক I
থাকবে কে বাদ যাবে কে
হয়ত বলে দেবে নিঃশব্দই,
কোন অদৃশ্য ইঙ্গিতে I
তোমার আকণ্ঠ শব্দ পানের অভ্যেস,
শব্দ কে দেয় নূতন ঠিকনা I
তোমার বুক জুড়ে তখন
শব্দের মাতাল পদক্ষেপ I
তুমি নিশ্চয় খুব ক্লান্ত,
তাই বুঝি আশ্রয় খোজ
কোন  অন্ধকার রাতে
আমার বুকের উপর --
তোমায় আমি এতদিন
চিনতে পারি নি I
শুধু আশ্রয় দিয়েছি I
আজ এই অন্ধকারে
নক্ষত্রের চুরি যাওয়া আলোয়
তোমায় চিনলাম,
তুমি কবিতা I