তোমায় ঘিরে
আমার উশৃঙ্খল শব্দেরা ঘুরপাক খাবে,
তা কখনো ভাবিনি I
এতদিন ধরে শব্দের উপর শব্দ চড়িয়ে,
তৈরি করেছি এক এর পর এক শব্দের মিনার I
তাদের একটাও কবিতা হয়ে উঠে নি I
আকাশ থেকে নক্ষত্র খসা দেখে
বারবার ভেবেছি, ওই বুঝি বিপ্লব ধেয়ে আসে
সত্যি কি এসেছে ?
নিজের বুক পুড়িয়ে
মাটির প্রদীপ ও ছড়িয়ে দেয় আলো,
আঁধারের বুকে তখন হাহাকার ---
মাটির প্রদীপ,
সে ও যে বিপ্লবী হয়েই বাঁচে I
কই ? তা তো কখনো ভাবিনি I
আসলে এতদিন শুধু
খসে পড়া নক্ষত্রের দিকেই তাকিয়েছিলাম I
জানো তোমায় দেখে আজ আবার
আমার উশৃঙ্খল শব্দেরা
শব্দের মিনার তৈরিতে মত্ত,
আমি চাই তোমার স্পর্শে
সেগুলো কবিতা হয়ে উঠুক I
শুধু তুমিই পারো,
আমার শব্দের বুকে প্রাণ ঢেলে দিতে I
তোমার স্পর্শে আমার শব্দেরা হোক
তোমারই মতো প্রাণবন্ত
তুমি ভুলে যেও না,
তোমায় দেখেই কবির কলম লিখেছে
"ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত" I