গলির মোড়ে কুকুর গুলো
জমিয়ে চিত্কার করছিল I
বার কয়েক আর্তনাদ,
একটা ছটফটানি আওয়াজ,
তারপরেই আবার
একটানা কুকুরের ঘেউ ঘেউ I
পাঁজর দিয়ে ঢাকা হৃদয়ে
অদৃশ্য প্যারেড চলছে
অস্ফুট স্বরে এক অদৃশ্য শক্তি
চিত্কার করছে
লেফট রাইট,লেফট রাইট I
আর মাত্র কিছুক্ষণ
তারপর সেটা ও বন্ধ হবে I
আমার মৃতদেহ ঘিরে
কাল সকালে ভিড় জমবে
কেউ বলবে লোকটা বামের ছিল,
কালো রাতটাকে  তাই
বুকের রক্তে
লাল করে দিয়ে
চলে গেলো I
কেউ বলবে  গেরুয়া দলের
মিছিলে ও ওকে দেখেছি বলে মনে হয় I
মৃতদেহের মালিকানা নিয়ে
দুই পক্ষে শুরু হবে বাকবিতণ্ডা I
শেষ অবধি আর কেউ থাকবে না,
আমার বুড়ো মা
বুক চাপড়ে বলবে,
ওরে বাপধন উঠ বাছা
বাড়ি চল ---
পড়ার দুই একজন হয়তো
হাতে দা আর কোমরে গামছা বেঁধে
সুর তুলবে
বল হরি হরি বল
বল হরি হরি বল I
সবশেষে
এক বেকার যুবককে রাজনীতির জালে জড়িয়ে  হত্যা করার
প্রধান ও একমাত্র  
সাক্ষী হয়ে দাড়িয়ে থাকবে
গলির মোড়ের জড় ল্যাম্প পোস্ট I
হয়ত শুধু আমার নয় আরও কিছু যুবকের হত্যার সাক্ষী হিসাবে দাড়িয়ে থেকে একদিন
প্রচন্ড তিক্ত অভিজ্ঞতা
বুকে সঞ্চয় করে
ভেঙে পরবে
জং ধরা ল্যাম্প পোস্ট I


©Trideep das