কবিতা তোমার কাছে হার মেনেছি,
তবু খালি হাতে ফিরতে দিলে না I
আমার মস্তিষ্কে গুঁজে দিলে
শব্দের এলোপাথারি উঠা নামা,
ঝা-চকচকে কিছু পাণ্ডুলিপি I
এসব নিয়ে যদি ঘরে ফিরি,
তবে আমার নিরস প্রতিবেশীরা এসে
হয়তো নাক কুঁচকে ফিরে যাবে I
আর আমার অন্তর্লীনা দীপাঞ্জলি
আমায় জড়িয়ে ধরে বলবে,
বড় সাধ হয়,
যদি আমিও ওই
পাণ্ডুলিপি আর এলোমেলো শব্দের
নীল - ধূসর অথবা গাঢ় লাল শাড়িতে
শরীর ঢেকে
তোমার পাশে দাঁড়াতে পারতাম __
তবে দুজনেই থাকতাম অন্তর্লীন I