জীবন যেখানে এসে
       পথহীন থতমত বসে থাকে একা
সেখানে দাঁড়িয়ে এক অণুদেহী কবি
       পরমাণু ভেঙে ভেঙে ছন্দ বানায়


জীবন ধর্ম ত্যাগ করে আর
       কবি তার চোখের পাতায় লেখে
    কবিতার শব্দহীন আলোর অক্ষর


কবি তো তৃষ্ণার্ত পাখি অথবা ঈশ্বর