মাথার ভেতর চিন্তাগুলো
ধিনতা তাধিন  নাচছে রে-
ইচ্ছে মনে দিচ্ছে তাড়া
পালাতে মা'র কাছ ছেড়ে।


ভালবাসার স'ন্দ ভরা
নিষেধ দিয়ে বন্ধ করা
এই ঘর আর এই কাঁটাতার-
ভাল্লাগে কি কক্ষনো?
সব বড়রা শব, বোঝে না
ছোট্ট মনের শখ কোনো।


ভাবনা বোনে বুকের কোণে
কোন বাউলার গন্ধ রে-
পথ হারানোর ছন্দ এসে
টানতে থাকে মন ধরে।


দু'চোখ শুধু সুযোগ খোঁজে
মাঠ-নদী- বন ঘুরবে ও যে
হারিয়ে যাবে নিরুদ্দেশে
দূর্গা-অপুর হাত ধরে-
কিন্তু উপায়?  ছোট্ট দু'পায়
আছে কি সেই সাধ্য রে!