ভূত বলে রেগেমেগে- নচ্ছার ভূতনি,
ফাও বকা থামা- নয় ভেঙে দেবো থুৎনি।
কান ঝালাপালা হায়- এ কী জ্বালা!  কষ্ট!
তোকে ঘরে এনে হলো জীবনটা নষ্ট।


ভূতনির তেজি গলা- দলা দলা তিক্ত,
সোয়ামির দায়িত্ব পালছিস ঠিক তো?
বাড়ি নেই- গাড়ি নেই- নেই শাড়ি-গয়না,
ভিখিরির মতো আর বেঁচে থাকা সয় না!


ধুধু মুখে শুধু কথা দিয়ে কতো দিন সে,
চিড়ে ভেজে বল ওরে পোড়ামুখো মিনসে?
সাঁচা কথা - চাই যা যা - না-ই যদি দিস তা,
শুনে রাখ- মরবোই খেয়ে ঠিক বিষটা।