কান যদি হয় টানটান এবং
            ছন্দ যদি দাস হয়,
সবকিছুতে খুঁজেই পাবে
         ছড়ার বিষয়আশয়।


ভাবের সাথে ভাব যদি হয়
        পাবেই হাতে-যা নাই,
উঠবে হেসে ছড়ার বেশে
        সকল ধানাই পানাই।


শব্দ যদি মিত্র হয়ে
            চিত্র হয়ে আসেই,
খইয়ের সাথে দইয়ের মতন
       ছড়ার ফলার হাসেই।


যাচ্ছে না তা মুণ্ডু-মাথা
    আবোল-তাবোল বিষয়,
ঘুমভাঙানো ভোরের পাখির
           মিষ্টিমধুর শিস্ হয়।


তাই তাই তাই যা পাই তাই
           মুণ্ডু ধড় ও পা নাই,
ছন্দ মেখে 'তাই' দিয়ে তাই
          কেবল ছড়া বানাই।