নদী নদী বুকে তোর যদি যদি সুখে
ভেসে রবো হেসে হেসে থৈ থৈ প্রেমে
হুল হয়ে বিঁধে রবো ফুল ফুল বুকে
নীল নীল জ্বরে তুই ঘরে যাবি ঘেমে


তোর পথে ভোর হতে বসে রবো চেয়ে
জোর মেখে ঘোর এঁকে চোখ নেবো কেড়ে
ঝুলে রবো চুলে তোর - ভুল খোপা বেয়ে
আনচান গান হয়ে প্রাণ দেবো বেড়ে


নদী নদী মনে তোর অধিকার হেম-
লিখে রেখে শিকে ছিঁড়ে খেয়ে নেবো প্রেম