এইমাত্র যে বাতাস
আমার জানালা দিয়ে ঢুকে এলো ঘরে-
তার দেহে তোমার গায়ের গন্ধ
                                       মেখে আছে-
এ'ঘর বোঝেনা তার
      বায়বীয় চোখের কাজলে
                    আমার মুগ্ধতা কতখানি-
দুগ্ধবতী জননীর
     কতটুকু ব্যাকুলতা ছুঁয়ে আছে
                     এই দেহাতীত চলাচলে-
আমার ফুসফুস এই
      ভালবাসা চুষে চুষে মুছে নেয়
              চোখের নীচের চোরা কালি-


অতঃপর...
  অন্ধকার ঘরে হাসে চাঁদ একফালি...