সবাই জানে গবাইচাঁদের ক্ষ্যামতা আছে কত,
মুখেতে সে সুখেতে খই ফোটায় অবিরত।
বেতাল দিয়ে তিলকে সে তাল দেয় নিমেষে ক'রে,
বেজায় মজায় ভেজায় চিড়ে কথা মহাতোড়ে।


হাটের মাঝে মাটির হাঁড়ি পা-টির মেরে লাথি,
হেসেহেসেই দেয় ভেঙে সে, কাজটি ভারি পাতি।
নয়টাকে ছয় করতে পারে- ভয়ভীতি নেই তো রে,
ভীমতেজে সে ডিম ভেঙে দেয় আছাড় দিয়ে জোরে।


থোতা মুখ দেয় ভোঁতা করেই এমন তেজী ভাষা,
এক পলকে ক্যাঁক করে দেয় উল্টে পাশাটাশা।
ফুঁ দিয়ে সে হু হু করে দেয় উড়িয়ে তুলো,
আঙুলের এক খোঁচায় ছেঁড়ে কচুর পাতাগুলো।


ঘুম ভেঙে দেয় দুমদুমাদুম ঘুষি মেরেই জোরে,
সবই মাটি করতে পারে কাঠি দিয়েই গো রে।
সবাই জানে গবাইচাঁদের ক্ষ্যামতা ঝুড়ি ভরা,
তাকে নিয়েই রামদা দিয়েই দিলাম কেটে ছড়া।