তোমার গায়ের          গন্ধ মেখে
            চপল বাতাস এসে-
আমার গাঁয়ে        বেড়ায় খেলে
           মুক্তডানায় ভেসে।


আমার বনের          ছোট্ট পাখি
           রঙিন পাখায় উড়ে-
তোমার মনের      কোণে কোণে
          গান গেয়ে যায় সুরে।


তোমার আকাশ    মেঘের ভেলা
           ভাসিয়ে আমার দেশে-
আমার মাটি         ভেজায় রসে
           বেজায় ভালবেসে।


আমার নদীর          মদির ধারা
           অথৈ অনুরাগে-
তোমার বুকে           কতই সুখে
           প্রাণের ঘ্রাণে জাগে।


তোমার ঘরের     অ আ আমার
            ক-এর খ-এর সাথে-
ছন্দে মিলে               গন্ধ ঢেলে
           পদ্যস্নানে মাতে।


সূর্য হাসে              তোমার মুখে
         আমার বুকে আলো-
আমার চাঁদের     বাঁধভাঙা রঙ
         ঘুচায় তোমার কালো।


আমার-তোমার আশায়-ভাষায়
         ভালবাসায় মাখা-
মায়ের শাড়ির        নকসিকাঁথা
         স্বপ্নরঙে আঁকা।


আমরা দু'জন      স্বজন-সুজন
        একসুরে মন সাধা-
মিলব নিতি -        যতই থাকুক
        কাঁটাতারের বাঁধা।