সরল-সাদা পরাণদাদা
লোকটি বড় ভালো,
মনের ভেতর বনের সবুজ।
নেই কোনো প্যাঁচ-কালো।


অভাব আছে। স্বভাবজাত
মিষ্টি হাসি ঠোঁটে।
মানুষ পেলে হুঁশ থাকে না।
কথার তুফান ছোটে।


দিন কেটে যায় খেটেখেটে
ফসল ক্ষেতে-ক্ষেতে।
কাজের শেষে সাঁঝের পরে
গল্পে ওঠেন মেতে।


রাত্রি আসে মাতৃরূপে।
পরাণদাদা শুয়ে-
বুকের মাঠে স্বপ্ন-সুখের
রূপকথা দেন রুয়ে।