তুমি যদি বলো- নদী হতে পারি ছলোছলো অধিকারে
বুকের বদ্বীপে সবুজ সদীপে ঘর দাও যদি তারে
তুমি যদি ডাকো- শুন্যের ফাঁকও সাঁকো দিয়ে জুড়ে দেবো
অধীর আঁধারে মদিরতা মেখে হৃদি সুরে মুড়ে দেবো


তুমি যদি চাও- হতে পারি নাও শাড়িখানা হলে পাল
যতিহীন বায়ে রতিসুখ এঁকে পাড়ি দেবো মহাকাল
মহাকাল থেকে একটি সকাল আমরা দু'জনে রোজ
কুজনের ছলে ভরে দেবো বলে করে নেবো শুধু খোঁজ


নীল নীল ঘোরে কিলবিল ঘর ' তিল ঠাঁই আর নাহিরে '
হই চখাচখি হাত ধরে সখি টেনে নিয়ে যাও বাহিরে