তিন রূপে ভিন্ চালে
সেজে দু'টো দলে,
হেলে দুলে তালে তালে
ছন্দেরা চলে।


ছড়া আসে ত্বরা, আর
মৃদু ভাসে গান,
কবিতারা রবি-তারা,
হাসে টান টান।


নীরবতা ভেঙে কথা
সুরদেহ ধরে'
প্রাণে প্রাণে ঘ্রাণে ঘ্রাণে
মন দেয় ভরে।