ভয় বলে কিছু নেই
   জেনে রাখো সত্যিকে,
ভীতুরাই ভয় পায়
   ভূত প্রেত দত্যিকে।


ব্যাচারাম ভীতু নয়
   সাহসী সে খুব যে,
এই ভেবে পড়শিরা
   থাকে সব চুপ যে।


একদিন মাঝরাতে
   ব্যাচারাম চেঁচিয়ে -
বাঁচাও,  বাঁচাও, বলে-
  মাগো মরে গেছি রে!


পড়শিরা ছুটে আসে
   জানতে কি ঠিক ঠিকই,
এসে শোনে গায়ে তার
   পড়েছিল টিকটিকি।