অরূপিনী কোনো অপরূপা মুখ-
বুক জুড়ে থাকে
রাত-দিন,


আমি  তার ঠোঁটে,  চিবুকে ও চোখে
ভালবেসে বেসে
হাত দিই।


সেই ছায়ামুখ সুখে উড়ে যায়
মায়াময় দূর
ভ্রমণে---


প্রেম থেকে থেকে বিরহকে লেখে
জেনে গেছি,  তাই
ভ্রম নেই।