ফেস আছে বেশ বুকের থেকে
লক্ষ যোজন দূরে,
টুকটুকে মুখ ধুকপুকে সুখ
মরছে শুধু ঘুরে।


হোমের ভিতর ইতর ইতর
ওমের আশায় ঢুকে,
ট্যাগের ফাগে গৃহ ত্যাগের
ইচ্ছে রাঙে বুকে।


কেয়ার ফুলি শেয়ার করে-
নেয়ার আশা থেকে,
চুপে চুপেই জড়াই গ্রুপে
কাঁঠাল আঠা মেখে।


লাইক আসে বাইক চেপে
নাইকো বাছ ও বিচার,
নখের খোঁচায় শখের সবই
কষ্ট ব্যথা কী ছার!


কেসটা হলো, ফেসটা ভালো
বুকটা পেজে ভরা,
ফেসবুকে লেজ ঢুকিয়ে দিয়েই
দিলাম লিখে ছড়া।