মনের সুখে বনের বুকে
ছোট্ট পাখি খেলতো,
কল্পনা রঙ কাজল চোখে
স্বপ্ন ডানা মেলতো।


গাছের সাথে নাচের সাথে
গাইতো কতো গান,
রাতের বেলায় ঘুম ছিল তার
স্বপ্নেতে টান টান।


সেই পাখিটার আঁখির কোণে
এখন ভয়ের কালি,
সুখের খাঁচায় আটকে, মরে
ছটফটিয়ে খালি।