মোবাইল জপমালা আজ ঘরে বাইরে,
টেপাটিপি ছাড়া কারো কোনো কাজ নাই রে।
হাটে মাঠে পথে ঘাটে, গ্রামে আর গঞ্জে,
মোবাইল প্রেমে মজে সকলেরই মন যে।


কচি সোনামনি থেকে ধাড়ি খুকু খোকারা,
কানা খোঁড়া, ছুঁড়ি ছোঁড়া,  চৌকশ ও বোকারা-
মোবাইল জ্বরে আজ সকলেই ভোগে যে,
দিনরাত ঘোরে কাটে, ঘুম নেই চোখে যে।


ট্রেনে বাসে দুরে কাছে, এখানে ও ওখানে,
হ্যালো হ্যালো চারদিকে, বুকে, হাতে ও কানে।
জপমালা ফেলে রেখে হাজি সাধু সন্ত,
মোবাইলে মজা জপে, দিল্ খুশবন্ত।


যন্ত্রেরর মন্ত্রের ঘোরে সবই ঘুরছে,
রণে বনে জলে থলে হ্যালো যেন উড়ছে।
জয় জয় মোবাইল, জয় হ্যালো হ্যালো রে,
ব্যাচারাম ব্যাচো আর খ্যালারাম খ্যালো রে।