দাদুর ছিল মস্তো দাড়ি
হস্ত দশেক লম্বা,
হতেও পারে একটু বেশি,
নয়তো কিছু কম বা।


সেই দাড়িতেই উঠোন বাড়ি
দিতেন তিনি ঝাড়ু,
নিতেন তিনি ছাগল মাঠে
তাতেই বেঁধে দারুণ।


হঠাৎ উড়ে বসলো জুড়ে
মৌমাছিদের ঝাঁক,
দাদুর দাড়ির সারির মাঝে
বানালো মৌচাক।


সেদিন থেকেই বেদিন দাদুর
মধুর গন্ধ শোঁকেন,
নড়ন চড়ন বন্ধকরণ
দেখতে আসে লোকে।


লোকের ভীড়ে শোকের মাঝেও
চোখের কোণে হাসেন,
মৌমাছিরা সত্যি তাকে
বড্ড ভালোবাসে।


জানতো না কেউ দাদুর খবর
মানতো না কেউ তাকে,
রাতারাতিই আনলো খ্যাতি
মৌমাছিদের চাকে।