চোর বলে- দারোগা,
ছিলে তুমি যা রোগা,
      হঠাৎ কেমন করে
       ভুড়ি হলো শরীরে,
এই ভেবে আমি শুধু
আপশোসে মরি রে।
      সাধু সেজে কেমনে যে
       এত বড় মারো ঘা!
মার খেয়ে মরি আমি
রটে ক্লেম বারো গাঁ।


দারোগা বলেন- চোর,
স্বভাবটা বাজে তোর,
       নীতি কথা, ধর্ম ও
        লঘু গুরু মানিস নে,
না বলে পরের মাল
নেওয়া পাপ জানিস নে?
        আমাকে সবাই দেয়
          না নিলেও করে জোর,
তোর ভয়ে খিল মেরে
রাখে লোকে ঘর দোর।
           আমাকে বন্ধু ভেবে
           কাছে ডাকে দশজন,
তুই ব্যাটা মহাপাপী
আমি সাধু সজ্জন।