খবরটা নয় উড়ো-
চিনদেশেতে আছে যে এক
পাঁচ বছরের বুড়ো।


সার ও জলের অভাবে তার
বয়স বাড়েনি যে,
আটকে গেছে পাঁচের প্যাচে
খরায় জ্বরায় ভিজে।


তার যে আছে বুড়ি,
বুড়ি তো নয়, থুড়ি থুড়ি -
সন্ধিতে থুত্থুড়ি।


খাবার দাবার ভালই পাবার
জন্যে বয়স তার-
হাঁফ না ছেড়ে লাফ মেরে তা
বাড়ছে অনিবার।


হাজার বছর বয়স নিয়েই
মজায় ম'জে বুড়ি,
পাঁচ বছরের বুড়োকে দেয়
বগলে সুড়সুড়ি।


খবরটা নয় উড়ো-
লিখে গেছেন ভ্রমণকথায়
মার্কো পোলোর খুড়ো।