এক/


মা'র শাড়ি পুড়ে পুড়ে হয়ে যায় ছাই,
চারদিকে এত দাদা- কাকে ডাকি ভাই!


দুই/


তোমার শিরায় হাঁটে নিকোটিন ধারা,
কোথায় ঘুমোবো আমি? বিছানা সাহারা!


তিন/


পাবক দ্রাবক হলে প্রেয়সী দ্রবণ,
আমার অন্ধতাটুকু গন্ধপ্রবণ।