কথা
      কইতে গেলে দোষ
সাপের
       বিষাক্ত ফোঁস ফোঁস
আমার
       একলা ঘরের ফাঁক-ফোকড়ে
          পাল্টে রাখে খো'স।
সারা
     ঘর কাঁপিয়ে দাপিয়ে বেড়ায়
        শিং অলা এক মোষ।


তাই
     মুখ বুঁজে সই সব
পোড়ে
      দুরন্ত শৈশব
আমার
     মায়ের শাড়ির নকসিকাঁথা
       কবিতার বই সব।
আমি
     ঘরের কাঠেই আগুন জ্বেলে
         আপোসে হই শব।