কবি তার কবিতার
মনে দিয়ে ডুব,
বুদ্ হয়ে খোঁজে শুধু
অরূপের রূপ।


চুপচাপ টুপটাপ
বোধে রোদ পড়ে
কবি মরে আর বাঁচে
ঘামহীন জ্বরে।


নিঃস্বর ঈশ্বর
সৃষ্টির 'নন্দে
মেতে থাকে দর্শনে
রূপ-রস-গন্ধে।


মনাহুতি দিয়ে সুখে
হোমানল জ্বেলে
উড়ে আর পুড়ে কবি
ফুল হয়ে নাচে।