তখন আমার চোদ্দ -
লিখছি সবে পদ্য-
দুইচোখেতে জুঁই-চামেলির
স্বপ্ন অনবদ্য।


একটা নদী দুষ্ট
ছলাৎ ছলাৎ খুশ্ তো
বইত বুকে আবেগ-সুখে
হারিয়ে সকল হুঁশ তো।


পাখির ডানা মনটা
ছেড়ে ঘরের কোণটা
উড়তো দূরে -ঘুরতো পাহাড় -
মাঠ-ঘাট-বিল-বনটা।


সেই সেদিনের গন্ধ
অ্যালবামে আজ বন্ধ
চাটছি স্মৃতি - হাঁটছি একা
হারিয়ে সকল ছন্দ।