মনখারাপে আকাশ যখন সঙ্গে থাকে,
বাতাস বুঝি লাটাই ঘুড়ি সঙ্গে রাখে।


ঘুড়ির সাথে দুঃখ ওড়ে দূর আকাশে,
কান্নাগুলো লুকিয়ে রাখে মেঘ বালিশে।


মনখারাপে আকাশ যখন সঙ্গে থাকে,
তখন বোধহয় বুঝতে পারি ঠিক,তোমাকে।
খোলা ছাদে দাঁড়িয়ে থাকো রেলিং ঘেঁষে,
আলতো ছোঁয়ায় চুলটি সরাও কানের পাশে।


মনখারাপে আকাশ যখন সঙ্গে থাকে,
বুঝতে পারি ভুলতে চাই,চাইছি যাকে।


মনখারাপে আকাশ যখন সঙ্গে থাকে,
বুঝতে পারি বন্ধু সে নয়,ভাবছি যাকে।


একলা ছাদে বন্ধু খুঁজি দূর আকাশে,
হঠাৎ দেখি..
গোটা আকাশ বন্ধু হয়ে আমার পাশে।।