বাতাস যে তুই বয়ে যাস ক্লান্তি আসে না তোর
রাত্রিও তো ক্লান্ত হয়,হাল ছাড়লেই  ভোর।


বরফ ছুঁয়ে শীত আনিস,দখিন হাওয়ায় বসন্ত।
গুম হয়ে বসে থাকিস,দামাল নদীও শান্ত।


ভালোবাসা রঙীন পাখি,দূরে দিগন্তে ওড়ে,
খেয়ালী মেঘ ছবি আঁকে আকাশ-দেয়াল জুড়ে।


ভালোবাসার আঁচড় কাটিস,ঢেউ আছড়ায় তটে,
রাত সোহাগের চিহ্ন রাখিস নগ্ন বালি ঠোঁটে।


সূর্য ভীষণ চক্ষু রাঙায়,আগুন জ্বলা ক্ষোভ,
রুদ্রনাচন নেচে উঠিস,উড়িয়ে খাওয়ার লোভ।


ধ্বংসলীলা সাঙ্গ হলো,বইছে মনোরমা।
মৃত্যু মানেই পূর্ণচ্ছেদ,ভালোবাসা কমা।