কালের অঙ্গীকারে রয়েছে সে আমারই সাথে
আমি নই তবু আমি,রূপ পায় আলোর বৃত্তে।


বিকল্প অস্তিত্ব এক নিভৃতে থাকে অজ্ঞাতবাসে
আলো আঁধারের মায়ায় রূপকল্পে ফিরে আসে।  


নিবিড় রাতছায়া চুম্বনে অশরীরী মেশে শরীরে
বিহঙ্গরা কুলায় ফেরে,ছায়া ফেরে আপন পিঞ্জরে।


অতীতে সঁপেছি যে ভালোবাসা আজ ছায়াময়
বিজনে মনের কোণে অস্ফুটে আজও কথা কয়।