দূরে, অদেখা অবয়ব এক দাঁড়িয়ে  মিলনের আগ্রাসনে।
খুব কাছে। অসহ্য । ছিটকে বেরোতে চায় নির্বাসনে।


কাছে আসা দূরে যাওয়া, যাত্রা নিরন্তর যেন এক বিস্ময়।
অনন্ত যাত্রা শেষে ফের ফেরা একই পথে, সরণ শূন্যময়।


ফিরে দেখি, কতটা দূরত্ব আর পড়ে আছে পথে,
শূণ্য। আসলে পথ ও আমি দুজনেই চলেছি একইসাথে।