বলেছিলে তুমি, ডুব সাঁতারে
পৃথিবীর ওই প্রান্তে গভীরে


নিঃশব্দে তুমি আমি পৌঁছবো,
ভালোবাসা কি খুঁজে  দেখবো।


কথামতো একসাথেই তলিয়েছি
হাতে হাত, বলেছো আমি আছি।


সমুদ্রে ভেসে থাকা নাকি সহজ,
সহজে কেউ ভালোবাসার খোঁজ


কখনও পেয়েছে কি তুমি জানো?
গভীরে আবেগ থাকে লুকোনো


হৃদয় জানে কত মূল্য তার।
কি লাভ আবেগহীন ভালোবাসার।


কষ্ট সেও নাকি লুকিয়ে রাখতে হয়।
নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার ভয়


সে তো থাকবেই ডূব সাঁতারে।
ভালোবাসা বাঁচে মৃত্যুর পরে?


প্রশ্নটা আমিই করেছিলাম একদিন,
উত্তরে চোখ ভিজিয়েছিলে সেদিন।


"চোখের জলের দাগ ধরে.....
পৌঁছে গিয়েছি আমি আজ" গভীরে


চারদিক গাঢ় অন্ধকার, রাত্রি
কি দিন জানিনা, চলেছি ভালোবাসার খোঁজে....
আমরা দুই অভিযাত্রী ।।