যে কুঁড়ি আজ ফুল হতে পারলো না
ইতিহাসে বন্দী থাক খবর নিও না।


মেলে ধরো তোমার যা কিছু আছে
ভাগ করে দাও সবটাই তার কাছে
যে তোমার কাছের বন্ধু হতে চায়।
উন্মুক্ত হোক অনর্গল ঝর্নাধারায়
কষ্টরা,মৃত্যুদূতেরা ফিরে যাক নদী হয়ে।
বন্ধু আসবেই, দরজায় থেকো দাঁড়িয়ে।


অন্ধকারে আরও কাছাকাছি থেকো
তোমার দু' হাত বাড়িয়ে রেখো
বন্ধু ঠিক খুঁজে দেবে অভ্রান্ত সূর্যালোক,
লাজুক দুঃখরা আজ সাহসী হোক।