ভালো থাকতে যত না যুদ্ধ করতে হয়
ভালো রাখার জন্য করতে হয় আরো বেশি।
যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে শরীর। তবু অনিবার্য ক্ষয়,
যন্ত্রণা লুকিয়ে রেখেই বলতে হয় ভালোবাসি।


অগণ্য উৎসুক মুখ উন্মুখ হয়ে চেয়ে থাকে
এড়াবে কোথায়? নামতে হয়ই জীবিকার কক্ষপথে।
অন্তরের যে ইচ্ছেগুলো এখনও স্বপ্নে রোদ মাখে
সুনীল আকাশে ঠিক ঠাঁই পেয়ে যায় মেঘেদের সাথে।


দিনভর মুহূর্তদের মিছিলে যে মুহূর্তরা বেঁচে থাকে
দিনান্তের টুকরো অবসরে আগামীর স্বপ্ন দেখায়।
তবু জীবিকার কক্ষপথে অবিকল পুনঃ পুনঃ ঘূর্ণিপাকে
যুদ্ধ করতেই হয় কি ভালো থাকায় কি ভালো রাখায়।