ক্ষমা করো প্রেয়সী আমায়,
প্রণয়ের ইঙ্গিতে চোখের তারায়।


অভিমানী ঐ চোখের পাতায়
দুঃখ জমে, অশ্রু হয়ে ঝরার অপেক্ষায়।
ঝর্ণাধারার নদী হতে কিছু মুহূর্ত তখনও বাকি,
উপহার না,চেয়েছিলে শুধু সঙ্গে থাকি।


চেয়েছিলে তো ঐ একটা দিন-ই
অতটুকু চাওয়া,তবু দিতে পারিনি।  


ক্ষমা করো প্রেয়সী আমায়
ভালোবেসো যত টা যায়।।