না আর নয়,
অনেক হয়েছে আর চাই না
ছুঁড়ে ছুঁড়ে দেওয়া তাচ্ছিল্যে ভরা
রঙচঙে, সংখ্যাতত্ত্বের জীবন।


ফেরত চাই,
তোমার কাছে গচ্ছিত রাখা
আমাদের সাদামাঠা
গরম ভাতের জীবন ।


যদি ভেবে থাকো,
আবার ঘুম পাড়াবে
মন ভোলানো প্রতিশ্রুতিতে।
ভুল, এখন জেনে গেছি
প্রতিষেধক আমাদের হাতে।


এখন কড়ায় গণ্ডায়
হিসেব বুঝে নেয়ার সময়।


ঈশ্বর নয়,
ফেরত পেতে চাই
মানুষের দেশটাকে,
ফেরত পেতে চাই,
সেই মানুষগুলোকে
যারা যে কোনো প্রতিবাদে থাকে।


ফেরত পেতে চাই,
তোমার কাছে গচ্ছিত রাখা
আমাদের চেতনা, মূল্যবোধ,
ইচ্ছে প্রতিবাদে বেঁচে থাকার।


জেনে রেখো, দিন বদলাবেই।
শুধু সময়ের অপেক্ষা।


ঝড় উঠবেই,প্রতিবাদের।
কারন, চিরকাল,
শেষ কথাটা মানুষই বলে এসেছে।