সময় যে অনন্ত বুঝি,
বুঝি না, কেন সে বয়ে চলে?
বুঝি না, কোথায় সে থামবে?
আদৌ কি থামবে, জানি না।
কবেই বা চলা শুরু কোন মহাকালে?


বুঝি না তবু জানি,
বিপুল ব্রহ্মাণ্ড ভেসে চলে
নিপুণ শৃঙ্খলায়,
যেন ভেসে চলাই ভবিতব্য,
এই অনন্তধারায়।
পিছুটানহীন নিবিড় চলা।
তবু বৃথা ধরি ঘড়ির কাঁটায়।


কত কত জীবন এই অনন্তে
মুহূর্তে আবির্ভূত হয়
আবহমান প্রাণের স্রোতে,
আবার মুহূর্তেই বিলীন হয়,
কে কার খোঁজ রাখে।


হে গতিময়,কোথা যাও?
নিয়ে যাও সব কিছু
অমোঘ আকর্ষণে।
যে মুহূর্তরা গতি হারায়,
যারা পড়ে থাকে পিছনে,
তারাও কি আসে পিছু পিছু ?
নাকি থেকে যায় কোথাও?
জানি না ......


তবু জানি
এই যে বসে আছি প্রেম ছুঁয়ে,
এই যে মুহূর্ত যাপন,
চিরকাল রয়ে যাবে হৃদয়ে।