নিভৃতে একাকী সাজাই যে শব্দের ডালি
পৃথিবীর এক কোণে এই যে পূজা দীপ জ্বালি,
জানি তোমারই ছোঁয়াচে তোমাকে ছোঁয়া,
অক্ষরে অক্ষরে নিরন্তর অন্তরে আসা যাওয়া।
ভালোবেসে ভালোবাসি যে ভালোবাসা তাও হারায়
তবু তোমারই ডাকে ফুল ফোটে শাখায় শাখায়।


শুভেচ্ছা নয় পূজা দিই। তৃপ্ত হই মনে মনে,
আমিও শরিক তোমার জন্মদিন উদযাপনে।


(কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধার্ঘ্য)